বিচারকের সই জাল করার অভিযোগ, গ্রেফতার হাওড়া আদালতের মুহুরি।
হাওড়াঃ- হাওড়া আদালতের বিচারকের সই জাল করে জেল থেকে আসামিকে ছাড়াতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়লো হাওড়া আদালতের এক মুহুরি। অমিত দেবনাথ নামের ওই অভিযুক্ত মুহুরিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। পকসো আইনে অভিযুক্ত অমিত ধানুকা নামের এক ব্যক্তিকে ছাড়াতেই জাল করা হয় বিচারকের সই। এই ঘটনায় হাওড়া আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে ছাড়ানোর জন্য তার সঙ্গে মোটা টাকার চুক্তি হয়েছিল বলে অভিযোগ।
অমিত ধানুকাকে জামিনে মুক্তির জন্য হাওড়া আদালতের বিচারকের সই জাল করার অভিযোগ উঠেছে। জাল জামিনের আদেশ পুলিশকে দেখালে পুলিশের তাতে সন্দেহ হয়। পুলিশ গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে। আসল ঘটনা বেরিয়ে এলে অভিযুক্ত ওই মুহুরীকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে।