“মুকুল রায় সম্পূর্ণ পাগল হয়ে গেছে। ওর সঙ্গে তো পাঁচটা ছেলেও নেই। ওর নিজের ছেলেও নেই।” কটাক্ষ প্রসূনের।
হাওড়াঃ- বৃহস্পতিবার হাওড়ার বাঁকড়া তিন নম্বর অঞ্চলে ইফতার পার্টিতে এসে মুকুল রায়কে সরাসরি “পাগল” বলে কটাক্ষ করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। তিনি বলেন, মুকুলকে কি না দিয়েছেন দিদি। সব দিয়েছেন মুকুলকে। মুকুলকে কটাক্ষ করে প্রসূন বলেন উনি বলছেন বিজেপিতে যাবেন। ওর সঙ্গে তো পাঁচটা ছেলেও নেই। ওর নিজের ছেলেও নেই বলেই কটাক্ষ করলেন প্রসূন। সে নেতা কি করে হয়। এদের দেখলে তার হাসি পায় বলেই জানান প্রসূন।
তিনি অভিযোগ করে বলেন মুকুল আর শুভেন্দু দলের রস অনেক খেয়েছেন। আর খাওয়ার পরে বিজেপির দিকে গেছেন। এদের প্রতি কোনও সন্মান নেই তার। পাশাপাশি শুভেন্দুকে কটাক্ষ করে বলেন উনি সারাজীবন ধরেই বলে যাবেন আর মমতাই মুখ্যমন্ত্রী থাকবেন দাবি করেন প্রসূন।