উদ্দেশ্য সমাজের মূলস্রোতে ফেরানো, ১০ জন মাদকাসক্ত’কে নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ।
হাওড়াঃ- উদ্দেশ্য সমাজের মূলস্রোতে ফেরানো। ১০ জন মাদকাসক্ত’কে পরিবারের সম্মতিতে যাদবপুর নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ। মাদকাসক্তদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারী হাওড়া সিটি পুলিশের প্রকল্প ‘শুদ্ধি’র শুভ সূচনা হয়েছিল। প্রথম দিনেই ১০ জনকে পাঠানো হয়েছিল নেশা মুক্তির পুনর্বাসন সেন্টারে।
‘শুদ্ধি’র দ্বিতীয় পর্বে ২২ জুন, বৃহস্পতিবার যাদবপুরের ‘প্রাপ্তি’ পুনর্বাসন কেন্দ্রে ১০ জন মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার এবং স্বাভাবিক জীবিকা নির্বাহের উদ্দেশ্যে পাঠানো হলো। ‘শুদ্ধি’ পর্ব-২ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনায় এদিন হাওড়া কমিশনারেট অফিসের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা।