রেল নিয়ে রাজনীতি নয়, হাওড়ায় জানালেন রেলমন্ত্রী।

হাওড়াঃ- বুধবার বিকেলে হাওড়া ময়দান থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত পথ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিদর্শনের আগে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করেন।এদিন সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী জানান, মেট্রোর কাজ খতিয়ে দেখার সাথে সাথে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার সহ মেট্রোর আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করার পর এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়াও এদিন তিনি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠনের পর থেকে রেলের সার্বিক উন্নতি যা হয়েছে, সেদিকগুলো ভাবা বা আলোচনায় আসা উচিত। দয়া করে রাজনীতি করবেন না। রাজ্য সরকারকে উদ্যেশ্য করে বলেন, রেলের কাজ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় কাজ যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় সেদিকে নজর দিন এবং আইন শৃঙ্খলার বিষয়টা গুরুত্ব সহকারে নজর রাখুন।

তিনি আরও বলেন, বাংলার জন্য ভারত সরকার রেলের বাজেটের ১১ হাজার ৯০০ কোটি টাকার মতো দেওয়া হয়েছে। কিন্তু ২০১৪ সালে এর বরাদ্দ ছিল অনেক কম। এই মুহুর্তে রেল দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সেইজন্য রেলকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমাদের নিশ্চিত হওয়া উচিত রেলের উন্নয়নের সকলেই কাজ করছে। এর ফলে মানুষের সুবিধা হচ্ছে। সেই কারনে রাজ্য সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষার, জমি অধিগ্রহণের, প্রজেক্ট শুরু করার আগে সব রকমভাবে সহায়তা যাতে করা হয় সেই ব্যাপারে  অনুরোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে রেলের উন্নয়নের  মতো বাংলাতেও উন্নয়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন। ২০১৪ সালের আগে ১ হাজার ৫০০ এর মতো এলএইচবি কোচ তৈরি করা হত। আজ প্রায় ৬ হাজার কোচ তৈরি করা হয়। কেউ যদি রেলকে নিয়ে রাজনীতি করে তাহলে আমার অনুরোধ তা বন্ধ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *