আসানসোল BLRO অফিসে ব্যাপক উত্তেজনা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল BLRO অফিসে ব্যাপক উত্তেজনা। দালাল রাজ রুখতে পৌঁছালো কংগ্রেস নেতা ও সমর্থকেরা। BLRO দপ্তর থেকে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে এবং ঐ অফিসে দালাল রাজ চলছে। এমনই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। BLRO দপ্তরের সামনে ল-ক্লার্ক দের সাথে কংগ্রেস নেতৃত্বদের মধ্যে বচসা হয়।