কড়া নিরাপত্তায় আজ হাওড়ায় রাম ঠাকুরের নিরঞ্জন।

হাওড়াঃ- ঐতিহ্যবাহী হাওড়ার রামরাজাতলার রাম ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা উপলক্ষে রবিবার সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এই শোভাযাত্রায় শুধু হাওড়া জেলার নয়, পার্শ্ববর্তী জেলাগুলির বিভিন্ন প্রান্ত থেকেও ভক্ত সমাগম হয়েছে। বিশাল শোভাযাত্রা সহকারে রাম ঠাকুরের নিরঞ্জন হবে। এদিন সকাল থেকেই চারিদিকে বসেছে মেলা। বিপুল পরিমাণ ভক্তদের আগমনের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের তরফ থেকে রাস্তার মোড়ে মোড়ে এবারেও খোলা হয়েছে ক্যাম্প। সেখান থেকে ভক্তদের দেওয়া হচ্ছে জল, মিষ্টি ও বাতাসা। প্রতি বছর রামনবমী তিথিতে শুরু হয়ে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত রাম পুজো হয়। শ্রাবণ মাসের শেষ রবিবার বিশাল শোভাযাত্রা সহকারে রামের নিরঞ্জন হয়। এই শোভাযাত্রায় সবার আগে থাকেন শমীচণ্ডী, তারপর দুই নবনারী এবং সবার শেষে রামচন্দ্র। এদিনের শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে।

হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানান, হাওড়ার ডিসিপি সেন্ট্রালের তত্বাবধানে ৫ জন এসিপি, ১০ জন ইন্সপেক্টর সহ প্রায় চার শতাধিক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে নিরঞ্জনের পুরো রুটে। এছাড়া বিভিন্ন জায়গায় এইচআরএফএস, আরএফএস ভ্যান টহলে রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ কন্ট্রোল রুমের পিসিআর ভ্যান। এছাড়াও বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পুরো রুটে ছোট ছোট স্ট্রেচে মোটর বাইক দিয়ে পেট্রোলিং করা হয়েছে। বিসর্জনের জায়গা রামকৃষ্ণপুর ঘাটে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে চক্রবেড়িয়া ফাঁড়ির সামনে থেকে ৪টের পর থেকে শুরু হবে বিসর্জন। চক্রবেড়িয়া ফাঁড়ি থেকে নেতাজী সুভাষ রোড হয়ে মল্লিক ফটক দিয়ে পিকে ব্যানার্জী রোড ধরে সোজা রামকৃষ্ণপুর ঘাটে শোভাযাত্রা যাবে। সেখানেই হবে নিরঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *