নজর এবার হাওড়ার শ্যামপুরে। সিবিআইয়ের আতস কাঁচে আরো তিন।

হাওড়াঃ- তাপস সাহাকে জেরা উঠে এসেছে হাওড়ার শ্যামপুরের কাঁঠানলির বাসিন্দা তিনজনের নাম। এদের বাড়িতে সিবিআই এর তিনটি দল জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নথি যাচাই করার কাজ করে বলে জানা গেছে। গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান সিবিআইয়ের দলটি। জনৈক অভিযুক্তের দাবি তিনি শুধুমাত্র কিছু জনের কাছ থেকে টাকা তুলে তারপর সবার কাছে পৌঁছে দিয়েছেন। তার আর কোন‌ও কাজ ছিলো না। এর আগে এই বিষয় নিয়ে তিনি রাজ্য পুলিশের হাতে ধরাও পড়েছেন। জেল খেটেছেন।

তিনি বর্তমানে জামিনে আছেন। তার দাবি আরেক জনৈক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত। যিনি আসল মাস্টার মাইন্ড। তার কাজ ছিল টাকা তুলে এনে তাপস সাহার হাতে তুলে দেওয়া। তার দাবি তাপস সাহা প্রভাবশালী হওয়ায় তিনি মুখ খুলতে ভয় পেতেন। তিনি আরও জানান সিবিআই তার মোবাইলটি এবং আগের কেসের নথিপত্র সঙ্গে করে নিয়ে গেছে। তিনি জানান তিনি ভবিষ্যতে সিবিআইকে সবরকম সহায়তা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *