জিতেন্দ্র তেওয়ারীর এক দিনের পুলিশি হেফাজত।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল উত্তর থানা থেকে আসানসোল আদালত যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার মুখে পবিত্র রমজান মাসে আসানসোলবাসীকে আগাম রামনবমীর শুভেচ্ছা জানালেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তাছাড়া কোর্ট চত্বরে প্রবেশের মুখে তিনি সাংবাদিকদের বলেন, আসানসোল কারো কাছে মাথা নত করবে না। আসানসোলকে কলকাতা দামিয়ে রাখতে পারবেনা।
প্রসঙ্গত আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে দিল্লির নয়ডা থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেফতার করে। আসানসোল আদালতে তাকে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ সেই মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় জিতেন্দ্র তেওয়ারিকে আসানসোল আদালতে তোলা হয়। আর এই দিন সকাল থেকেই আসানসোল উত্তর থানা ও কোর্ট চত্বরের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়।