বিজেপি নেতার হত্যায় অভিযুক্তদের ধরতে তল্লাসি পুলিশের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- দিনে দুপুরে জামুরিয়া থানার অন্তর্গত চাঁদা মোড়ে বিজেপি নেতা রাজেন্দ্র সাউ (৪০) এর শুট আউটের ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বাংলা ঝাড়খণ্ড সীমানায় তল্লাশি অভিযান চালালো পুলিশ। শনিবার কুলটি থানার 2 নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেক পোস্টে এই তল্লাশি অভিযান করা হয়েছে। এদিন কলকাতা থেকে আগত ঝাড়খন্ড গামী দুচাকা ও চারচাকা গাড়ি থামিয়ে পুলিশ তল্লাশি চালায়। এই খুনের ঘটনায় দুষ্কৃতীদের ধরতে তৎপর পুলিশ।