বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের।
সৌমিত্র গাঙ্গুলি, বারাবনি, পশ্চিম বর্ধমানঃ- গতকাল সন্ধ্যায় আসানসোলের বারাবনির ছাতাডাঙ্গা এলাকায় এক বিজেপি নেতা বাপি প্রধানের বাড়িতে বিজেপির বুথ স্বশক্তি করনের বৈঠক চলছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, আসানসোল পৌরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্জী সহ বিজেপি নেতৃত্ব। সেই সময়ই বাপি প্রধানের বাড়ি ঘিরে ফেলে দুষ্কৃতীরা, বাইরে থেকে ছোড়া হয় ইট পাটকেল, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ বিজেপি নেতারা বাপি প্রধানের বাড়িতেই বন্দী হয়ে পড়েন। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে বারাবনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরে আজ ফের বারাবনি ছাতাডাঙ্গার বাপি প্রধানের বাড়িতে আসেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক অজয় পোদ্দার, আসানসোল বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপির নেতা কর্মীরা। বাপি প্রধানকে আশ্বাস করেন; দল তার পাশে রয়েছে।
বাপি প্রধান বলেন কিছু দুষ্কৃতী সহ তৃণমূল নেতা বিশ্বজিৎ নিজে উপস্থিত থেকে তার বাড়ির উপর চড়াও হয় এবং তাকে প্রাণে মারার চেষ্টা করে। তবে অভিযোগ অস্বীকার করেন বিশ্বজিৎ সিংহ, তিনি বলেন তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির ষড়যন্ত্র করছে। বারাবনিতে বিজেপির সংগঠন বলে কিছু নেই। আর হামলার কথা? এলাকার মানুষ বলবে আমরা হামলা করেছি কি না। তৃণমূল সন্ত্রাসে বিশ্বাসী নয় উন্নয়নে বিশ্বাসী। তবে সকাল থেকেই এলাকায় মোতায়ন রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী।