দেবের ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে শিকার করছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ দেবের ভাইয়ের!

কেশপুর, পশ্চিম বর্ধমানঃ- অভিনেতা সাংসদ দেবের ভাইকে সামনে রেখে “সেটেলমেন্ট” করছে তৃণমূল নেতারা! সমস্যা মেটানোর নামে সালিশি সভায় ডেকে নেওয়া হচ্ছে টাকা! দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন অভিনেতা সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী। আবাস যোজনার বাড়ি দুর্নীতি নিয়েও বিস্ফোরক দেবের ভাই। অস্বস্তির মাঝে খতিয়ে দেখার আশ্বাস ব্লক তৃণমূল সভাপতির। রাজ্য রাজনীতির উল্লেখযোগ্য নাম অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারী। দেবের গ্রামের বাড়ি কেশপুরের মহিষদা গ্রামে। এই গ্রামেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা পাঠ করে দিনযাপন করেন দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী। এই বিক্রমই একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন দলেরই স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে।

তিনি অভিযোগ করেন, আবাস যোজনার বাড়ি পেতে দেবের ভাই কেউ দিতে হয় কাটমানি! ২০১৬ সালে সরকারি আবাস যোজনায় বাড়ি পাবার পর সেই আবাসের টাকা তুলে দিয়ে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে। সেই সময় ব্যাংক একাউন্টে ৭৫ হাজার টাকা ঢুকলেও সেই টাকা নেতৃত্বের হাতে। মাত্র ১৫০০০ টাকা পরে দেওয়া হয় বিক্রমের হাতে। এর ফলে সেই সময় বাড়ি করা আর হয়ে ওঠেনি তার। পরবর্তীকালে মন্ত্রী শিউলি সাহা, প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও মিলেনি সুরাহা। একবার আবাস যোজনার তালিকায় নাম থাকার ফলে পরবর্তীকালে মেলেনি বাড়ি। বারবার আবেদন জানিয়েও ভগ্নপ্রায় জরাজীর্ণ বাড়িতেই এখন পরিবারকে নিয়ে দিন যাপন করতে হচ্ছে বিক্রম অধিকারী কে। একই সাথে তিনি আরও অভিযোগ করেন, “দেবের ভাই” কে সামনে রেখে সেটেলমেন্টের নামে তোলাবাজি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাড়ে বন্ধুক রেখে শিকার করা হচ্ছে বলে অভিযোগ বিক্রম অধিকারীর। তার অভিযোগ, এলাকায় সমস্যা সমাধানের নামে বিভিন্ন শালিশি সভায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। তাকে সামনে বসিয়ে রেখে দেবের ভাই পরিচয় দিয়ে মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন বিবাদের সেটেলমেন্ট করছে স্থানীয় তৃণমূল নেতারা। ঘরোয়া বিবাদী হোক কিংবা অন্য কোন সমস্যা, এলাকার মানুষ তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হলে দেবের ভাইকে সামনে রেখে রীতিমতো রাজনৈতিক ব্যবসা করছে তৃণমূল নেতারা।

যদিও এই অভিযোগের কোনটাই অভিনেতা সংসদ দেবের কানে পৌঁছাচ্ছে না বলে দাবি দেবের ভাইয়ের। অস্বস্তির মাঝে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার দাবি, গোটা বিষয়ে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে কড়া ব্যাবস্থা। উল্লেখ্য, ২০২১ এর নির্বাচন পরবর্তী সময়ে কেশপুরের এই মহিষদা গ্রামেই ১৮ জন বিজেপি কর্মীকে বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়েছিল। নাম জড়িয়েছিল শাসকদলের স্থানীয় নেতৃত্তের। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। মুখ পোড়ে দলের। পরিস্থিতি নিয়ে মুখ খোলেন খোদ অভিনেতা সাংসদ দেব।

এরপর সেই মহিষদা গ্রামেই স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ অভিনেতা সাংসদ দেবের ভাই। যা নিয়ে নতুন করে অস্বস্তিতে শাসক শিবির।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *