আবার পশ্চিম বর্ধমান জেলায় শুট আউটের ঘটনা। উদ্ধার বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- শনিবার দুপুরে আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির চাঁদা মোড়ের অদূরে বোগড়া কালি মন্দিরের কাছে ১৯নং জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে গুলিবিদ্ধ এক বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। মৃত বিজেপি নেতার নাম রাজেন্দ্র সাউ (৪০)। তার বাড়ি আসানসোলের রানিগঞ্জ থানার রানীসায়ের এলাকায়। তিনি আসানসোল পুরনিগমের ৩৩ নং ওয়ার্ডের বিজেপির কনভেনার ছিলেন। গাড়ির কাছ থেকে রাস্তায় পড়েছিলো একটি খালি কার্তুজ। দলের নেতার মৃত্যুর খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সহ আরো অনেকে। দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে অবরোধ করা হয় ১৯নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী।

দলের নেতার মৃত্যুতে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। পেশায় মৃত বিজেপি নেতা রেশন দোকান মালিক। রানিসায়ের মোড় এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাউকে জামুরিয়া থানার ১৯ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ের কাছে দূর্গাপুর থেকে আসানসোল দিকে যাওয়ার লেনে একটি স্করপিও গাড়ির চালকের সিটে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জামুড়িয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত রাজেন্দ্র সাউয়ের মাথার ডান পাসে কানের নিচে গুলি করার চিহ্ন রয়েছে। গুলির খোল গাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে বিকেলে রাজেন্দ্রর বাড়ির লোকেরা জেলা হাসপাতালের মর্গে এসে দেহ সনাক্ত করেন। কি কারণে রাজেন্দ্র গাড়ি নিয়ে এই এলাকায় এসেছিলো? রাস্তার পাশে দাঁড়িয়ে সে কি করছিলো? তাকে এই ভাবে কে বা কারা খুন করলো? যখন তাকে গুলি করা হলো কেন কেউ জানতে পারলোনা? এই সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে আসানসোল দূর্গাপুর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *