বালিতে রামনবমীর মিছিল আটকালো পুলিশ। উত্তেজনা। পথ অবরোধ।
হাওড়াঃ- বালিতে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে বালির লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন রাষ্ট্রীয় সংহতির সদস্যরা। জানা গেছে, বালিখাল হনুমান মন্দির থেকে এদিন শুরু হয় এই মিছিল। উদ্যোক্তাদের অভিযোগ পুলিশ নিজের মতো করে রুট তৈরি করে তাদের নিয়ে যায় যে রুটের জন্য তারা চিঠি করেছিলেন পুলিশ সেইসব রুটে তাদের যেতে দেয়নি। নিজের মতন করে পুলিশ তাদের মিছিল নিয়ে যায়।
এরই প্রতিবাদে উদ্যোক্তারা লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন। উল্লেখ্য, এদিন বালিখাল থেকে শুরু করে বেলুড় বাজার বিজেপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিল।