“দ্য কেরালা স্টোরি” মুভি ব্যান করার প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে পথ অবরোধ বিজেপির।
হাওড়াঃ- “দ্য কেরালা স্টোরি” মুভি বাংলায় ব্যান করার প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন বিজেপির কর্মী-সমর্থকরা হাওড়ার পঞ্চাননতলায় দলের জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে আসেন। সেখানেই তারা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলার পর হাওড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।
বিজেপির হাওড়া সদরের সভাপতি মনিমোহন ভট্টাচার্য বলেন, আমরা আজকে হাওড়া সদর বিজেপি, বিজেপি যুব মোর্চা এবং বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই কর্মসূচি নিয়েছি। যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সিনেমাকে বাংলায় ব্যান করেছেন আমরা তার প্রতিবাদে পথে নেমেছি। আমাদের দাবি অবিলম্বে এই সিনেমাকে আবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হোক এবং মানুষকে দেখার সুযোগ করে দেওয়া হোক। আমাদের দাবি মানা না হলে এই নিয়ে আগামী দিনেও আমাদের আন্দোলন চলবে।