পঞ্চায়েতের আবহেই এবার রথযাত্রা। শান্তির পরিবেশ বজায় রাখতে পোস্টারে বার্তা শ্যামপুরের ক্লাব সদস্যদের।
হাওড়াঃ- পঞ্চায়েত ভোটের আবহেই এবার রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বাংলায়। ভোট আসে ভোট যায়। আমাদের আশপাশের মানুষগুলো একই রকম থেকে যায়। যে রাজনৈতিক ক্ষমতার জন্য এত হিংসা, ভোটের পরে পরেই তারাই হয়ে ওঠে বন্ধু।একে অপরের পাশে দাঁড়িয়ে সামাল দেয় বিপদ আপদ। শুভ কাজে সামিল হয়। আবার একে অপরের কাছাকাছি হয়ে যায়। তাহলে কেন এই হিংসা ? এবছর রথযাত্রায় এমনই বার্তাই তুলে ধরা হয়েছে হাওড়ার শ্যামপুরের গড়চুমুক আমরা সবাই সংঘ পরিচালিত রথযাত্রায়। মঙ্গলবার দেখা গেল রথ প্রাঙ্গন ও মেলার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে অভিনব পোষ্টার। যাতে লেখা “রাজনীতি যে যার/পাশে থেকো সব্বার।”, “ভোট আসে ভোট যায়/পড়শী রয়ে যায়।”, “ভোট একদিন/প্রতিবেশী চিরদিন”- ইত্যাদি। জানা গিয়েছে আজ পর্যন্ত শ্যামপুরে নির্বাচনের সময় কোনও বড়ো অশান্তি হয়নি। আর এই ধারণাকেই বজায় রাখতে রথে আসা মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রহ্লাদ বোয়াল, সুশোভন ঘোষ, অরুণ হাজরারা। উল্লেখ্য, ৪৫ বছর আগে এলাকার মানুষের সাহায্যে রথটি তৈরি করেছিলেন গড়চুমুকের বাসিন্দা শক্তি চরণ সরকার। এবার সেই রথেই ভোট নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ক্লাব সদস্যরা।