পঞ্চায়েতে ISF ও CPIM জোট পার্থী হওয়ায় রাত্রের অন্ধকারে চলছে হুমকি। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত ভোট সিপিআইএম ও আইএসএফের এর হয়ে প্রার্থী দেওয়ায় রাতের অন্ধকারে বাড়িতে চলছে তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডব, এমনই অভিযোগ প্রার্থীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকার। পার্থী মুক্তা বিবি জানান রাতের অন্ধকারে এসে শাসক দল অত্যাচার চালাচ্ছে যাতে আমরা পার্থিপদ প্রত্যাহার করে নিই। তিনি বলেন প্রয়োজনে আমরা মরতে রাজি, কোনভাবেই পার্থিপদ তুলবো না। আরেক আইএসএফ কর্মী চন্দন মোল্লা জানান, তৃণমূলের লোক ফোন করে হুমকি দিচ্ছে যাতে আমরা পার্থিবদ প্রত্যাহার করি। পাশাপাশি জোর করে মিথ্যে কেস দিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠাচ্ছে বাড়িতে। সোমবার রাত্রে বারোটার পর বিশাল পুলিশ বাহিনী যায় তাদের এলাকায়, বাড়ি বাড়ি চালায় তাণ্ডব! এমনই অভিযোগ আইএসএফ কর্মীদের। শুধু আইএসএফ কর্মী নয় গ্রামের সাধারণ মানুষরাও এই ধরনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্রামের বাসিন্দা পিয়ার জান বিবি জানান আমরা চুরি করেছি না ডাকাতি করেছি যে রাতের অন্ধকারে পুলিশ এসে এইভাবে অত্যাচার করছে। বাড়িতে এসে দরজায় লাথি মারছে ছেলেদেরকে বের করে দিতে বলছে। এগুলো কি কোন ভাবেই ঠিক কাজ হচ্ছে। তবে কোনোভাবেই এই ধরনের ঘটনাকে স্বীকার করতে নারাজ শাসক দল। তবে এলাকার দাপুটে তৃণমূল নেতা আরমান আলী খান জানিয়েছেন এই সব মিথ্যে কথা, এর সঙ্গে শাসকদলের কোন সাং নেই। আমরা জোর কদমে প্রচার করছি তৃণমূলের প্রত্যেকটি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। তবে যেভাবে পঞ্চায়েত ভোটে দিকে দিকে গন্ডগোল শুরু হয়েছে, তাতে আদৌ কি ভোট শান্তিপূর্ণভাবে হবে সে বিষয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *