রথযাত্রায় বোন ‘শুভদ্রা’কেই খুঁজে পেলেন তার দাদারা, হাওড়া থানার সহযোগিতায়।

হাওড়াঃ- আজ রথযাত্রা। রথযাত্রার এই পূণ্যদিনেই প্রায় বছর তিনেক আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেলেন তার দাদারা। আবেগে আপ্লুত হয়ে দাদারা বলছেন যেন বোন সুভদ্রাকেই এদিন হাওড়া থানার পুলিশের তৎপরতায় ফিরে পেলেন তারা। জানা গেছে, টুনটুনি খাতুন নামের ৩৮ বছরের ওই তরুণী বাড়ি থেকে আচমকাই একদিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দেগঙ্গা থানায় পরিবারের তরফ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু এরপর থেকে টুনটুনির আর কোনও খোঁজ মিলছিল না। এদিকে, হাওড়া জেলা হাসপাতালে গত বছরের এপ্রিল মাসে এক তরুণীকে ভর্তি করা হয়। যার নাম ঠিকানা পরিচয় কিছু ছিলনা। সেই থেকে হাসপাতালই ছিল তার বাড়ি ঘর। এদিকে মেয়েটি সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে হাওড়া থানার সঙ্গে যোগাযোগ করা হয়। থানাতে জানানো হয় বেশ কয়েকজন এখানে রয়েছেন যারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তাদের যদি পরিচয় খুঁজে বার করা যায়। সেইমতো হাওড়া থানার এসআই সুবীর গুহ মজুমদার হাওড়া জেলা হাসপাতালে এসে টুনটুনি খাতুনের সঙ্গে কথা বলেন। তার বাড়ির ঠিকানা পরিচয় জানতে পারেন। এরপরই হাওড়া থানার মাধ্যমে দেগঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। এবং দেগঙ্গা থানার মাধ্যমে টুনটুনির পরিবারের লোকেরা বোনের সন্ধান জানতে পারেন। এর ২৪ ঘন্টার মধ্যেই আজ মঙ্গলবার রথযাত্রার দিন দুপুরে হাওড়া থানায় এসে তার দাদারা তার বোনকে ফিরে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *