হাওড়া পুরসভায় পেনসনের দাবিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের থালা, বাটি হাতে ধর্না।

হাওড়াঃ- ফের পেনশনের দাবিতে হাওড়া পুরসভায় ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের অভিযোগ তারা কেউ কেউ পাঁচ বছরেরও বেশি চাকরি থেকে অবসর নিয়েছেন। অথচ তারা পেনশন পাচ্ছেন না। তাদের পেনশনের নাম করে অ্যাডহক পেনশন দেওয়া হচ্ছে। যা দিয়ে তারা সংসার চালাতে পারছেন না। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী বয়সের ভারে কাজকর্ম কিছুই করতে পারেন না। অনেকের শরীর অসুস্থ। তিনজন ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় পেনশনটুকুই তাদের সম্বল। তারা চান অবিলম্বে তাদের পেনশনের ব্যবস্থা করা হোক। তাদের অভিযোগ প্রভিডেন্ট ফান্ড, গ্র‍্যাচ্যুইটি কিছুই তারা পাচ্ছেন না।

তাদের নিজেদের টাকা তারা পাচ্ছেন না। এমন কি পেনশন পর্যন্ত দেওয়া হচ্ছে না। যে অ্যাডহক পেনশন দেয়া হচ্ছে তাতে তাদের সংসার চালানোর মতো পরিস্থিতি নেই। এই অবস্থায় পুর কমিশনারের কাছে জানিয়েও কমিশনার তাদের আলোচনায় ডাকেননি। সব মিলিয়ে আজ সকাল থেকে হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশনের দাবিতে পুরসভায় থালা, বাটি হাতে নিয়ে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *