নিয়ামতপুরে পথ দুর্ঘটনা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের কুলটিথানার নিয়ামতপুরফাঁড়ির অন্তর্গত চিত্তরঞ্জন নিয়ামতপুর রোডের ডেডিরেল ব্রিজ সংলগ্ন জোড়াশিবমন্দিরের কাছে পথদুর্ঘটনা। খবরসূত্রে জানা যায় নিয়ামতপুর থেকে একটি সরিষাতেলের টিন বোঝাই চারচাকা পিকাপভ্যান বাইপাস চৌরাঙ্গি দিকে যাচ্ছিলো আর তারমাঝেই ঘটে পথদুর্ঘটনা। ডেডিরেল ব্রিজ সংলগ্ন জোড়ামন্দিরের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই সরিষাতেলের টিনবোঝাই চারচাকা পিকাপ ভ্যান গাড়িটি। তবে গাড়িরচালক ও খালাশী সুরক্ষিত রয়েছেন বলে খবর। অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাতথেকে রক্ষা পাই। খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুরফাঁড়ির পুলিশ ও নিয়ামতপুর সাবট্রাফিকগার্ডের পুলিশ।