রেশনের দাবীতে পথ অবরোধ। বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাম বাসীরা।
মানবাজার, পুরুলিয়া:– দীর্ঘদিন ধরে রেশন পাওয়া যায়নি, রেশন ডিলারকে বারবার বলেও হয়নি কোন সুরাহা। শেষপর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে পথ অবরোধে সামিল হলেন গ্রাম বাসীরা। শনিবার সকালে এমনই চিত্র দেখা গেল পুরুলিয়ার মানবাজার ২ ব্লকের জামতোড়িয়া রাস্তার উপর। রাস্তার উপর মহিলা পুরুষ শিশুরা বসে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন।
দীর্ঘক্ষণ অবরোধ চলার পরও প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। আর অভিযুক্ত রেশন ডিলারের দোকান তালা লাগানো। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।