অনুষ্ঠিত হল “রোলার স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ”।
হাওড়াঃ- নারায়ণ স্কুল, হাওড়া আয়োজিত “রোলার স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে” অংশ নিল বিভিন্ন স্কুলের দেড় শতাধিক প্রতিযোগী। স্কেটার ওয়ার্ল্ড ক্লাব দ্বারা পরিচালিত এই প্রতিযোগিতা এই প্রথমবার হাওড়ায় আয়োজন করা হলো বলে উদ্যোক্তাদের দাবি। রবিবার সকালে স্কুল ক্যাম্পাসেই ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগ নিয়ে মোট ১৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৫-৭, ৭-৯, ৯-১১ এবং ১১-১৪ বছরের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। স্কুলের তরফে ভাইস প্রিন্সিপাল অতনু চক্রবর্তী বলেন, “এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো স্কেটিং সম্পর্কে বাচ্চাদের সচেতন করা। তাদের জেনারেল ফিটনেস বাড়ানো। ফিট ইন্ডিয়া, বিভিন্ন ক্রীড়া সংস্থা, বেসরকারি হাসপাতাল আমাদের সহযোগিতা করেছেন।
বাচ্চাদের মধ্যে খেলাধুলার মানসিকতা বাড়িতে তোলাও আমাদের অন্যতম উদ্দেশ্য। এই খেলার প্রচলন আগে এতো ছিলনা। আমরাই হাওড়ায় প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। যেভাবে প্রথম বছরেই অভূতপূর্ব সাড়া পেলাম তাতে এই প্রতিযোগিতা বছরে দু’বার করা যায় কিনা তা নিয়েও আমরা আলোচনা করব। বিভিন্ন স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কেটিং অ্যাকাডেমি থেকেও বাচ্চারা আজকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে।” নারায়ণা স্কুল, হাওড়ার রোলার স্কেটিং কোচ বিপিন মিশ্র জানান, “রোলার স্কেটিং এর জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতায় বহু ছেলেমেয়েরা অংশ নিচ্ছে। শরীর ফিটনেসের জন্য খেলাধুলার মূল্য অপরিসীম। নারায়ণা স্কুল, হাওড়া এবং রোলার স্কেটিং এর বিভিন্ন সংস্থার কোচেরা আমাদের পাশে সর্বতোভাবে এগিয়ে এসেছেন।”