‘প্যাডেল ফর মাউন্টেন’ শীর্ষক সাইকেল র্যা লি হাওড়ায়।
হাওড়াঃ- সত্তর বছর আগে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। সেই দিনকে স্মরণে রাখতে রবিবার সকালে হাওড়ায় এক সাইকেল র্যালির আয়জন করে হাওড়ার পর্বতারোহন ও অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্থা CLIMB. ‘প্যাডেল ফর মাউন্টেন’ শীর্ষক ওই সাইকেল র্যালিতে এদিন প্রায় দেড়শো জন যোগ দেন। উপস্থিত ছিলেন বাংলায় প্রথম এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস, বিশিষ্ট পর্বতারোহী এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।