সাক্ষাত দেবীর ‘ভর’ হয়েছে, জনশ্রুতিতেই বাড়ছে ভীড়।
হাওড়াঃ- সাক্ষাত দেবীর ‘ভর’ হয়েছে এবং ‘আশীর্বাদ’ মিলেছে দেবীর, এমন বিশ্বাসে ভর করে গত প্রায় এক সপ্তাহ ধরে শয়ে শয়ে মানুষ প্রতিদিনই ভীড় জমাচ্ছেন মধ্য হাওড়ার দেশপ্রাণ সংঘ ক্লাব প্রাঙ্গনে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ক্লাবের এবছর শ্যামা পূজার ভাসানের দিন দেবী বরণের সময় এক ‘অলৌকিক’ ঘটনা ঘটে যায়।
এক মহিলার উপর দেবীর ‘ভর’ হয় বলে খবর ছড়িয়ে পড়ে। যেখানে ওই মহিলাকে এমনই বলতে শোনা যায়, সেখানেই যেন মন্দির গড়ে মায়ের মূর্তি স্থাপন করা হয়। এদিকে, এটাকে দৈবঘটনা বলে রটে গেলে আর সেই খবর সোস্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে ভীড় বাড়তে শুরু করে। ক্লাবের ওই কালী প্রতিমার নিরঞ্জন স্থগিত হয়ে যায়।
এরপর থেকে ক্লাব প্রাঙ্গনেই প্রতিদিনই চলছে মায়ের পূজাপাঠ। বহু দূরদূরান্ত থেকে মানুষ আসছেন সেখানে। তাঁরা দেবীকে ফুল, ফল নিবেদন করে পুজোও দিয়ে যাচ্ছেন। ক্লাবের সদস্যরা জানিয়েছেন ক্লাবের প্রাঙ্গনেই প্রয়োজনে মন্দির করে দেবীর মূর্তি স্থাপন করা হবে।