বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্ম বলিদান দিবস উদযাপন জন্মভিটে মহাবনীতে!

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্ম বলিদান দিবস উপলক্ষে জন্মভূমি কেশপুর ব্লকের মোহবনী গ্রামে সাড়ম্বরে দিনটি উদযাপিত হল।  ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদরী ও মন্ত্রী শিউলি সাহা পতাকা উত্তোলন ও মাল্যদান করেন। সারাদিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এদিন মন্ত্রী শিউলি সাহা বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু জন্মভিটা কেশপুরের মহবনি গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শ্রদ্ধা নিবেদন করেন। শুধু কেশপুর নয় গোটা ভারতজুড়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্ষুদিরাম বসুকে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মোহবনি ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এলাকার প্রভূত উন্নতি হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া, জেলাশাসক ডক্টর খুরশেদ আলী কাদরী, মন্ত্রী শিউলি সাহা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *