প্রচারের শেষ দিনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিরোধীদের নিশানা করলেন মন্ত্রী শিউলি সাহা।

পশ্চিম মেদিনীপুরঃ- দিদির সুরক্ষা কবচ থেকে শুরু করে নবজোয়ার কর্মসূচি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদাই আসরে নেমেছে তৃণমূল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে মানুষের দোরগোড়ায়। এর পরেও পঞ্চায়েত নির্বাচন মিটলে সমস্ত জনপ্রতিনিধিরা ঠিকঠাক পরিষেবা প্রদান করছে কিনা তা খোঁজ রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে প্রাধান্য দিতে তৃণমূল যখন মাঠে ময়দানে নেমে কাজ করছে তখনই পঞ্চায়েত নির্বাচনের আগে রকমারি প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধীরা। বিশেষ করে ভোটে জিতলে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের ওপর জোর দেওয়ার কথা বলছেন বিরোধী দলের নেতারা। তবে ভোট প্রচারের শেষ মুহূর্তে সাংবাদিক বৈঠক করে  বিরোধীদের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন করলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিরোধীদের কুৎসা ও অপপ্রচার থেকে দূরে থাকার বার্তা দিলেন শিউলি সাহা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি শিবির কেও কটাক্ষ করেন তিনি।

অপরদিকে মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের ওপর প্রস্রাব করার ঘটনার তীব্র নিন্দা করেছেন শিউলি সাহা। পিছিয়ে পড়া সমাজ এই দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত রয়েছেন বলে দাবি তার। এই কোন কেন্দ্রীয় সরকারের অধীনে আমরা থাকছি, এর পর একটা দিনও কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় বলে জানিয়েছেন শিউলি সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *