জমি দখল ঘিরে হাওড়ার জগৎবল্লভপুরে শ্যুটআউট, বোমাবাজি।
হাওড়াঃ- হাওড়ার জগৎবল্লভপুরে শ্যুটআউট, বোমাবাজির ঘটনা। জমি দখল ঘিরে ঘটনা। প্রমোটারের দলবল ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। আহত অনেক। আহতদের মধ্যে এক মহিলাও আছেন। সংঘর্ষের ঘটনায় হাওড়ার জগৎবল্লভপুরে ধুন্ধুমার কান্ড। পোলগুস্তিয়া এলাকায় ঘটে ওই ঘটনা। প্রোমোটারের দলবল এবং গ্রামবাসীদের সংঘর্ষে গুলি বোমাবাজির অভিযোগ ওঠে।
জমি দখলের অভিযোগ নিয়ে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন জখম হয়েছেন। প্রোমোটারের দলবল এবং গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ নিয়ে প্রমোটার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।