পদ্মপুকুর জলপ্রকল্পের বর্তমান পরিস্থিতি সরোজমিন করলেন সুজয়।

হাওড়াঃ- হাওড়ার পদ্মপুকুর ওয়াটার প্লান্টের বর্তমান পরিস্থিতি সরোজমিন করলেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই প্রকল্প এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ জল দপ্তরের বিভাগীয় প্রযুক্তিবিদ এবং আধিকারিকরা। এদিন তাঁরা পদ্মপুকুর জলপ্রকল্পের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন। এদিন সুজয় চক্রবর্তী বলেন, সামনে যেহেতু উৎসবের মরশুম দুর্গাপূজো, কালীপুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এরপর ইংরেজি বড়দিন এবং বর্ষবরণ পরপর বিভিন্ন উৎসব রয়েছে, সেহেতু উৎসবের মরশুমে যাতে হাওড়া শহরের পানীয় জলের কোনও সমস্যা না হয় সেই কারণেই আজকে আমরা পদ্মপুকুর জল প্রকল্প এলাকা পরিদর্শন করলাম।

সমস্ত বিষয় খতিয়ে দেখলাম। যেখানে জল পরিশ্রুতকরণ হয় সেখানকার সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখে গেলাম। এর পাশাপাশি এখানকার পাম্পগুলো ঠিকমতো কাজ করছে কিনা সমস্ত বিষয় দেখা হলো। আমরা চেষ্টা করছি যাতে পুজোর মরশুমে মানুষের পানীয় জলের কোনও সমস্যা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *