নেশার টাকা না পেয়ে নিজের বাবাকেই ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।
হাওড়াঃ- নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় নিজের বাবাকেই ইটের আঘাতে খুন করল ছেলে। এমনই অভিযোগ উঠেছে হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার জগন্নাথপুরে। জানা গেছে, মৃতের নাম তপন মন্ডল (৫৮)। এই ঘটনায় মৃতের ছেলে অভিযুক্ত কুমারেশ মন্ডলকে পুলিশ আটক করেছে। জানা গেছে, বুধবার রাতে পেশায় করাত কলের কর্মী কুমারেশ তার বাবা তপন মন্ডলের কাছে নেশা করার জন্য টাকা চেয়েছিল। তার বাবা টাকা দিতে রাজি হয়নি। এই নিয়ে প্রথমে ঝামেলা শুরু হয়। তখনই ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়টি জানাজানি হয়।
দেখা যায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তপন মন্ডলের দেহ। তখনই প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত কুমারেশ সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন লোকজন তাকে ধরে ফেলে আটকে রাখে। এরপর রাজাপুর থানায় খবর দেওয়া হয়। রাজাপুর থানার পুলিশ এসে কুমারেশকে আটক করে নিয়ে যায়। মৃত তপন মন্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।