হাওড়া শহরের নিকাশি নালা পরিষ্কারের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার পৌরনিগমের তরফ থেকে মধ্য হাওড়ায় দেওয়া হলো স্পেশাল ড্রাইভ।
হাওড়াঃ- হাওড়া পুর এলাকায় নিকাশি নালা পরিষ্কারের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে পৌরনিগমের তরফ থেকে মধ্য হাওড়ায় পুর আধিকারিকদের নেতৃত্বে এক স্পেশাল ড্রাইভ দেওয়া হয়। মূলত বর্ষার আগে থেকেই এবার নিকাশি নালা পরিষ্কারের কাজে নেমেছে হাওড়া পৌরনিগম। বৃহস্পতিবার মধ্য হাওড়ায় এই কাজ খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। যাতে বর্ষাকালে কোনও সমস্যা না হয়, রাস্তাঘাটে জল না জমে তার জন্যই এবার পৌরনিগমের এই উদ্যোগ। বুধবার ডিউক রোড, জগন্নাথ ঘাট রোড থেকে শুরু করে অবনি মলের পাশে জি টি রোড অবধি নিকাশি নালা পরিস্কারের কাজ সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার মধ্য হাওড়ার ৩টি ওয়ার্ডে নিকাশি নালা পরিস্কারের কাজ হয়। হাওড়া পৌরনিগমের কনজারভেন্সি দপ্তরের উদ্যোগে এই কাজ করা হচ্ছে। এদিন এই কাজ পরিদর্শন করতে যান হাওড়া পৌরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী, বোর্ড মেম্বার ও সাফাই বিভাগের আধিকারিকরা। হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধরী জানান, বর্ষার আগে হাওড়া পৌরনিগম সর্বত্র নিকাশি নালা পরিষ্কারের কাজ করছে। যাতে বর্ষার সময় রাস্তায় জল না দাঁড়াতে পারে। তিনি বলেন বেশ কিছু জায়গায় নাগরিকদের আরও সচেতন হতে হবে। অনেকে নর্দমার উপর স্ল্যাব দিয়ে ঢেকে রেখেছে। তার ফলে নর্দমা পরিস্কার করতে পুর কর্মীদের অসুবিধা হচ্ছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এই নালা নর্দমা পরিষ্কারের কাজ আরও দ্রুত সম্পন্ন করতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। সৈকত চৌধুরী আরও বলেন, মধ্য হাওড়ার ১৭, ১৮ এবং ১৯ নং ওয়ার্ডে কনজারভেন্সি দপ্তর যে পঙ্কমুক্তিকরণের কাজ চলছে তার কাজ সরোজমিন করতে বৃহস্পতিবার হাওড়া পৌরনিগমের কনজারভেন্সি দপ্তরের পক্ষ থেকে পরিদর্শনে যাওয়া হয়েছিল। এই পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর সদস্য বাপি মান্না, রিওয়াজ আহমেদ এবং মনজিৎ র্যাফেল। পঙ্কমুক্তিকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত কনট্রাকটররা ঠিকমতো কাজ করছে কিনা তা দেখতেই এদিন পরিদর্শনে যাওয়া হয়েছিল। নর্দমা থেকে ওঠা আবর্জনা ঠিকভাবে না রাখলে রাস্তা নোংরা হয়ে যেতে পারে। নর্দমা থেকে পাঁক তুলে ও ঠিকভাবে গার্ড দিয়ে যাতে পাঁক রাস্তায় রাখা হয় সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
অনেক জায়গায় এমনভাবে স্ল্যাব রাখা আছে যার ফলে নর্দমা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। যাতে নর্দমা পরিষ্কার করা সম্ভব হয় সেই ব্যাপারে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে। এটা আমাদের স্পেশাল ড্রাইভ। সমগ্র হাওড়ার নর্দমা পরিষ্কার করা হচ্ছে। যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে জল জমার সমস্যা থেকে যাবে। জলের ফ্লো ঠিকভাবে হবে না। আগের বছরের মতো এই বছরও বর্ষার সময় যতটা সম্ভব ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে।