ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের ৩৬ টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সাথে উৎক্ষেপণ।

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ISRO) আজ রবিবার সকাল ৯টায় ৩৬টি ওয়ানওয়েব ইন্ডিয়া -২ স্যাটেলাইট লো-আর্থ কক্ষপথে উৎক্ষেপণ করলো। আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এর দ্বতীয় লঞ্চ প্যাড থেকে      ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) 36টি OneWeb স্যাটেলাইট লো-আর্থ কক্ষপথের দিকে 26 মার্চ রবিবার, IST সকাল 9:00 টায় উৎক্ষেপণ করেছে।

ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের অংশ হিসেবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ISRO) এর বৃহত্তম রকেট LMV3 এর মাধ্যমে স্যাটেলাইট গুলি উৎক্ষেপণ করা হয়।

লন্ডনভিত্তিক যোগাযোগ সংস্থা ওয়ানওয়েব নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েট লিমিটিডের জন্য ISROর  এটি দ্বিতীয় মিশন।  ISRO সূত্রে খবর স্যাটেলাইটগুলি সাফল্যের সাথে উৎক্ষেপিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *