আত্মঘাতী আলু কৃষকের বাড়ীতে এলেন সুকান্ত মজুমদার, দায়িত্ব নিলেন শিশুদের।
পশ্চিম মেদিনীপুরঃ- আলুর দাম না পেয়ে কৃষি দিনে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছিলেন চন্দ্রকোনা বিধানসভার ভগবান বাটি গ্রামের কৃষক তাপস রুইদাস। আজ তাপস দাসের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মৃত তাপস রুইদাসের ছবিতে মাল্যদান করে ঢুকে যান ত্রিপল খাটানো বাড়ির ভেতরে এবং তাপস রুইদাসের মা ও তার স্ত্রীর সাথে কথা বললেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং মৃত কৃষক তাপস রুইদাসের দুই ছোট্ট শিশুদের দায়িত্ব নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বলে জানালেন মৃত কৃষকের স্ত্রী ও তার মা।