এবার হাওড়া স্টেশন থেকে প্রায় এক কোটি টাকা সোনার গয়না উদ্ধার, আটক এক ব্যক্তি।

হাওড়াঃ- এবার প্রায় এক কোটি টাকার সোনার গহনা ও সোনার বার উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতের নাম চন্দ্রভন মিশ্র। সোমবার রাত সাড়ে ৯টার সময় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে RPF এর বিশেষ বাহিনী। অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার হওয়া সোনা শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, হাওড়া স্টেশন থেকে গত কয়েকদিনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। এরই মধ্যে এবার হাওড়া স্টেশনে উদ্ধার হলো সোনার গহনা ও সোনার বাট। যার মূল্য প্রায় কোটি টাকা। সোমবার রাত সাড়ে নটা নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন আরপিএফ অফিসাররা। সন্দেহবশত তার ব্যাগ পরীক্ষা করলে ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গয়না সহ সোনার বাট। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি পাঁচ হাজার টাকা। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম চন্দ্রভান মিশ্র উত্তরপ্রদেশের মোতিগঞ্জের বাসিন্দা। যদিও ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিপুল পরিমাণের সোনার গয়নার স্বপক্ষে কোনও উপযুক্ত তথ্য প্রমাণ দিতে না পারায় এবং তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। খবর দেওয়া হয় কাস্টমস অফিসারদের। কাস্টমস অফিসারদের হাতে সোনার গহনা ও বাট সহ ওই ব্যক্তিকে তুলে দেয় আরপিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *