পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন সুকান্ত মজুমদার।

হাওড়াঃ- পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার দুপুরে উলুবেড়িয়ায় পার্টি অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী না আসায় জনগণের মতপ্রকাশ খর্ব হচ্ছে। তারা মত প্রকাশ করতে পারছেন না। ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এরিয়া ডমিনেশন করা প্রয়োজন। টিএমসি’তে গুন্ডা বদমাইশের অভাব নেই। পার্টিটাই গুন্ডা বদমাইশের পার্টি। সিপিএম আমলে নেতাদের পিছনে গুন্ডা বদমাইশরা থাকতো। তারা নেতা হয়নি। গৌতম দেব, সুশান্ত ঘোষ এদের পিছনে থেকেই তারা লড়াই করত। আর তৃণমূলের আমলে তৃণমূল গুন্ডা বদমাইশদেরই নেতা বানিয়েছে।

শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাজাহান শেখ এরা সব তৃণমূলের নেতা। এক সে বড়কর এক। সবাই তৃণমূলের নেতা। সুকান্ত মজুমদার আরও বলেন, রাজ্য নির্বাচন কমিশন কোনও দায় নিচ্ছে না। এমনকি স্বীকারও করছে না কোনও মৃত্যু হয়েছে রাজনৈতিক সংঘর্ষের কারণে। এটা যদি মনস্থিতি হয়, তাহলে কেউই ভোট করাতে সাহস পাবে না। রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুজনেই হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। এবিষয়ে সুকান্ত বাবু বলেন, বোঝাই যাচ্ছে রাজ্য সরকার ভয় পাচ্ছে। তারা চাইছে যাতে কেন্দ্রীয় বাহিনী না আসে। কেন্দ্রীয় বাহিনী এলে ভোট লুট করা সম্ভব হবেনা। এইভাবে ভোট হলে তাহলে নির্বাচন যেটা হবে সেটা হবে নাম কা ওয়াস্তে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট দরকার নিরপেক্ষ ভোট করানোর জন্য। নচেৎ এইভাবে ভোট করানোর কোনও মানে হয়না। প্রসঙ্গত, দুষ্কৃতিদের হামলায় ভাঙচুর হওয়া দলের কার্যকর্তার বাড়ি এদিন পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেও সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *