রেলব্রিজের উপর থেকে চলন্ত মালগাড়িতে আট বছরের বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার।
হাওড়াঃ- রেলব্রিজের উপর থেকে চলন্ত মালগাড়িতে আট বছরের বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার রাতে বীরভূমের লাভপুর এলাকা থেকে এই ঘটনায় অভিযুক্ত হৃদয়কুল্লা শেখ ওরফে আলী হোসেন’কে লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতকে আজ সোমবার দুপুরে হাওড়া আদালতে তোলা হবে। আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার সকালে হাওড়ার লিলুয়ার ভট্টনগরে চেকিং ও রিপোর্টিং করার সময় ফাঁকা মালগাড়ির ভিতর একটি বগি থেকে ওই বালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত বালকের নাম আহিদ শেখ (৮)। নদীয়া জেলার চাপড়া থানা এলাকার বাসিন্দা ছিল সে। কয়লা বহনকারী ফাঁকা ওই মালগাড়িটি আসানসোল থেকে এসে লিলুয়ায় ভট্টনগর রেল কেবিনের কাছে দাঁড়িয়েছিল। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে জানা যায় বর্ধমানের এক মহিলার অভিযোগ বর্ধমানের তালিত স্টেশনের ফুট ব্রিজের উপর থেকে তাঁর ছেলেকে কেউ চলন্ত মালগাড়ির মধ্যে ফেলে দেয়। এই ঘটনার পর স্থানীয়রা মালগাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মালগাড়িটি সেখানে থামেনি। সেই মালগাড়িটি এসে লিলুয়া এবং ভট্টনগর কেবিনে কাছে দাঁড়ায়। মালগাড়িটি আসার পর রেলের তরফ থেকে চেকিং শুরু হয়। তখনই গাড়ির একটি রেকের ভেতর আহিদকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ওই অবস্থায় বালকটিকে দেখে তাঁরাই উদ্ধার করে খবর দেন লিলুয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহিদকে হাওড়ার লিলুয়ার কোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত আহিদের বাড়ির লোককে খবর দেওয়ার জন্য লিলুয়া থানার পুলিশ চাপড়া থানায় যোগাযোগ করে। বালকের মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করে লিলুয়া থানার পুলিশ ও জিআরপি। তদন্তে নেমে লিলুয়া থানার পুলিশ অভিযুক্তকে বীরভূমের লাভপুর থেকে গ্রেফতার করেছে।