পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মানুষদের।

পশ্চিম মেদিনীপুরঃ- পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মানুষজনদের, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গাছের  গুড়ি ফেলে রাজ্যসড়ক অবরোধ  করে বিক্ষোভে সামিল গ্রামের মানুষজনেরা। তাদের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন, তীব্র দাবদাহের মধ্যে জল না পেয়ে চরম ক্ষোভে ফাঁসছে  এলাকা বাসী। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের  যাদবনগর গ্রামে। যাদবনগর গ্রামের বাসিন্দাদের অভিযোগ গ্রামে রয়েছে তিনটি সজলধারা প্রকল্প কিন্তু, প্রচন্ড দাবদাহের মাঝে প্রায় দুই মাস ধরে সজল ধারা থেকে কোন পানীয় জল পড়েনি, একাধিক বার ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সকলকেই জানানো হয়েছে কিন্তু কেউ পানিয় জল ব্যবস্থা করে উদ্যোগ নেয়নি।

তাই কোন সুরাহা না পেয়ে থেকে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছে গ্রামের মানুষজন। তাদের দাবি দ্রুত প্রশাসন এসে তাদের আগে জলের ব্যবস্থা করুক তারপরেই তারা অবরোধ তুলবে।ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ও বিডিও এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে  ওঠে অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *