হাওড়ায় জেলা পরিষদের আসনে আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দেন।
হাওড়াঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে বুধবার তৃণমুল কংগ্রেসের তরফ থেকে প্রার্থীরা তাদের নমিনেশন জমা দেন। হাওড়ার এসডিও অফিসে এদিন সদরের ৫টি ব্লকের নমিনেশন জমা হয়। রাজ্য তৃণমুল কংগ্রেসের যুব সম্পাদক তুষার কান্তি ষোষ এদিন হাওড়া ময়দান থেকে মিছিল করে এসে তার মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, এই প্রথম নির্বাচনে দাঁড়াচ্ছি। খুব আনন্দ লাগছে যে হাওড়ার মানুষকে নিয়ে কাজ করতে পারব। তিনি আরও বলেন, বিরোধীরা প্রার্থী হতে চাইছে না মমতা ব্যানার্জীর জনমুখী কর্মসূচী ওঅভিষেক ব্যাণার্জীর নব জোয়ার কর্মসূচিতে মানুষের জনপ্লাবন দেখে। সেখানে যদি কেউ সন্ত্রাসের অভিযোগ তোলেন তাহলে সেটা ফেক কথা।