জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃনমূল কংগ্রেস।

নিউজ ডেস্কঃ- তবে কি আর জাতীয় দল থাকবে না তৃনমূল কংগ্রেস। সুত্রের খবর অন্তত সেরকমই। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃনমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার আবেদন করছিলেন। চিঠিও দিয়েছিলেন নির্বাচন কমিশনে।  তবে শুধুমাত্র তৃনমূল কংগ্রেস নয়, সি.পি.আই. ও জাতীয় দলের স্বীকৃতি হারাচ্ছে। নির্বাচন কমিশনের সুত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা মারফৎ খবর পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস সংগ্রামের পর আদায় করা জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃনমূল কংগ্রেস।

জাতীয় দলের স্বীকৃতি পেতে গেলে কি কি শর্ত রয়েছে?

১) একটি রাজনৈতিক দল চার বা তার বেশী রাজ্যের লোকসভা অথবা বিধানসভা ভোটে কমপক্ষে ছয় শতাংশ ভোট পাবে। লোকসভায় নুন্যতম চারজন সদস্য থাকবেন।

২) দেশের মোট লোকসভা আসনের কমপক্ষে ২ শতাংশ থাকতে হবে। প্রার্থীরা কমপক্ষে ভিন্ন তিনটি রাজ্য থেকে নির্বাচিত হবেন।

৩) একটি জাতীয় দল অন্তত চারটি রাজ্যে রাজ্য দল হিসেবে স্বীকৃত হতে হবে।

অন্যদিকে জাতীয় দলের শর্ত পুরন করার জন্য আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি লাভ করলো।  দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পাঞ্জাবে দলের অস্তিত্ব প্রমাণিত করায় জাতীয় দলের স্বীকৃতি লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *