UPDATE ELECTION RESULT: হাওড়া।
হাওড়াঃ- হাওড়ার জগৎবল্লভপুরে সেলিব্রেশন শুরু করলো তৃণমূল। চলছে সবুজ আবির খেলা। জানা গেছে, হাওড়া জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুরে শংকরহাটি ১ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। তৃণমূল কংগ্রেসের দখলেই এবারও থাকার ইঙ্গিত মিলেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবির খেলায় ব্যস্ত।