বাঁদরের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসী; গাফিলাতির অভিযোগ পুলিশ ও বনদপ্তরের বিরুদ্ধে।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বাঁদরের আতঙ্কে আতঙ্কিত কুলটি বিধান সভার অন্তর্গত বড়িরা গ্রামের মানুষ। খবর গত দুই সপ্তাহ থেকে একটি বাঁদর বড়িরা গ্রামে তান্ডব চালাচ্ছে এবং ওই বাঁদরের হাতে আক্রান্ত হয়েছে গ্রামের প্রায় ৪০থেকে ৪৫জন মানুষ। বৃহস্পতিবার ওই বাঁদরটি বড়িরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরি নামক ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন ওই পরিবারের মানুষেরা সাহসিকতার সাথে তাদের ঘরের দরজা বন্ধ করে বাঁদরটিকে বন্দি করে রাখে। খবর দেওয়া হয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের সাথে বনদপ্তরকে। কিন্তু ঘটনাস্থলে বনদপ্তর ওই বাঁদরটিকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এলাকা মানুষের অভিযোগ যে বাঁদরটিকে বন্দি করা হলেও এখনো পর্যন্ত বনদপ্তর এসে পৌঁছায়নি।

ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে। রাত্রি প্রায় ১০টা পর্যন্ত বনদপ্তর না পৌঁছানো তে স্থানীয় ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লালনমেহেরা ও গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চৌরাঙ্গি ফাঁড়িতে পৌঁছায়।  বিষয়টি নিয়ে কথা বলেন পুলিশের সাথে। তবে কাউন্সিলার লালন মেহেরা বলেন পুলিশের ভূমিকা যথেষ্ট ভালো রয়েছে।  পুলিশের পক্ষ থেকেও বনদফতরকে ফোন করা হয়েছে বলে জানান। স্থানীয় কাউন্সিলর গাফিলতির অভিযোগ তুলেছেন বনদপ্তরের বিরুদ্ধে। অবশেষে প্রায় ১২ঘন্টা পর অর্থাৎ শুক্রুবার সকালে বনদপ্তরের কর্মীরা ওই বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর। উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *