ভারত জুটমিলের শ্রমিকরা ফের আন্দোলনে। থালা নিয়ে রাস্তায় বসে অবরোধ, বিক্ষোভ।
হাওড়াঃ- হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলের শ্রমিকরা ফের রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন। মিল খোলার দাবিতে বুধবার সকালে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে দাসনগর থানার পুলিশ।অবরোধকারীদের হটায় পুলিশ। গত কিছুদিন ধরেই এই মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। প্রোডাকশন নেই। মিলে চলছে অচলাবস্থা। এদিন জুটমিলের শ্রমিকদের নিয়ে রাস্তা অবরোধে নামে বিভিন্ন শ্রমিক সংগঠন।
এদিকে প্রায় প্রতিদিনই রাস্তা অবরোধে নাজেহাল হন মানুষ। হাওড়া আমতা রোড অবরোধ হয়। রাস্তায় থালা হাতে বসে পড়েন বিক্ষোভকারীরা। যদিও পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।