নুনিয়া নদীতে তলিয়ে গেল যুবক, শুরু উদ্ধারকার্য।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত ঘাগরবুড়ি মন্দিরে নুনিয়া নদীর জলে পা পিছলে পড়ে গেল এক যুবক। কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ফেনা এবং আবর্জনা থাকায় সেই যুবকের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মন্দিরের সেবাইত জানিয়েছেন গতকাল সন্ধ্যায় ওই যুবক নদী পারাপার করছিল। কিন্তু স্থানটি বিপজ্জনক বলে তাকে বারবার নিষেধ করা হয়। পারাপার করতে গিয়ে নদীর মধ্যে পড়ে যায় যুবক। রাতে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করার চেষ্টা করে কিন্তু ঘন ফেনায় তাকে খোঁজা যায়নি।
সকাল থেকে দমকল এবং বিপর্যয় মোকাবিলা টিম পৌঁছেছে। কিন্তু, একই ভাবে ফেনা এবং আবর্জনার কারণে উদ্ধারকার্য শুরু করতে অসুবিধা হয়। ফলে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ফেনা এবং আবর্জনা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে আবর্জনা সরিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়!