আজ ভান্ডারা, বেলুড় মঠে ভক্তদের ঢল।
হাওড়াঃ- প্রয়াত স্বামী প্রভানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আজ সকাল থেকেই বিশেষ পূজা, ভজন এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল থেকেই অসংখ্য ভক্ত এবং অনুগামীরা বেলুড় মঠে উপস্থিত হয়েছেন। সকালে মঠে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ হয়। এরপর ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতপাঠ ও ব্যাখ্যা, বাউল, কীর্তন, ভজন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকালে রয়েছে স্মরণ সভা।
সেখানে মঠের মহারাজরা স্বামী প্রভানন্দজি মহারাজকে স্মরণ করে বক্তব্য রাখবেন। এদিনই মা সদাব্রত ভবন থেকে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এদিন ভান্ডারা উপলক্ষে বহু দূর-দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছেন বেলুড় মঠে। গভীর শ্রদ্ধার সঙ্গে ভান্ডারা অনুষ্ঠিত হচ্ছে।