ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে শহরের কয়েকটি ওয়ার্ডে পরিদর্শন হাওড়া পুর আধিকারিকদের।
হাওড়াঃ- ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে শহরের কয়েকটি ওয়ার্ডে বুধবার সকালে পরিদর্শন করেন হাওড়ার পুর আধিকারিকরা। হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্ত্তী, পুর কমিশনার ধবল জৈন, জঞ্জাল দপ্তর ও নর্দমা ( ড্রেন) দপ্তরের বিভাগীয় প্রযুক্তিবিদ আধিকারিকরা ৮, ৯ ও ৫০ সহ মোট চারটি ওয়ার্ডের নিকাশি পরিস্থিতি পরিদর্শন করেন। ফি বছর হাওড়া পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ৫০টি ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে জল দাঁড়িয়ে যায়। সমস্যায় পড়েন শহরবাসী। এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হাওড়া পুরসভা এই বছর বর্ষার আগেই বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এদিন সকালে হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী ও প্রশাসক মন্ডলীর সদস্য বাপি মান্নার নেতৃত্বে পুরসভার ইঞ্জিনিয়াররা, ৭, ৮, ৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডের নিকাশি নালাগুলি ঘুরে দেখেন। ওই এলাকার নালাগুলি থেকে জমা পলি তোলার পাশাপাশি নতুন নালা তৈরির কাজ চলছে। সুজয় চক্রবর্তী জানান, গত বছরের মতো এবারও বর্ষার আগে তারা নর্দমা থেকে পলি তোলার কাজ শেষ করতে চান। যাতে দ্রুত জল বেরিয়ে যেতে পারে। বর্ষার আগে ভাঙা রাস্তা সারানোর কাজ শেষ করা হবে।
সুজয় চক্রবর্তী আরও বলেন, এই বছর বেশ কিছু দিন আগেই ডিসিল্ট্রিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। যেসব এজেন্সি কাজ করছে তারা কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ এগিয়েছে, কাজ করতে গিয়ে কোন পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা তা ঘটনাস্থলেই জানার জানার জন্য কনজারভেন্সি দলের প্রত্যেক সদস্য গিয়েছিল। প্রতিদিন আমরা বেরব। এদিন ৪টে ওয়ার্ড দেখা হয়েছে। ৭, ৮, ৯ ও ৫০ নং ওয়ার্ডে এদিন যাওয়া হয়েছিল। এখানে সঙ্গে বোর্ড সদস্য রাইচরণ মান্না ছিলেন। যতক্ষণ ফল না বেড়োচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রস্তুতির কিছু বলা যায় না। তবে চেষ্টা করা হচ্ছে আগের বছরের মতো বা আগের বছরে যে ভুল ছিল তা থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে কাজ করা হবে।