মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ।
ডিজিট্যাল ডেস্ক, আসানসোলঃ– নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলের কুলটির নিয়ামতপুরে অভিনব প্রতিবাদ কংগ্রেসের। শনিবার কুলটি ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে নিয়ামতপুরে গলায় সজ্বীর মালা ঝুলিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন কংগ্রেসের নেতৃত্বরা।
এই অভিনব আন্দোলনের মাধ্যমে মূল্যবৃদ্ধি তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি কুলটির নিয়ামতপুরে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়েছে।
এদিন কুলটি ব্লকের নিয়ামতপুর লিথুরিয়া রোডে মাছ বাজারের কাছে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়!