ছাত্রীকে মারধরের অভিযোগ আরেক ছাত্রীর বিরুদ্ধে।
হাওড়াঃ- পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় ছাত্রী ও তার দিদিকে মারধরের অভিযোগ উঠল হাওড়ায়। এডুকেশনের পরীক্ষা শেষে বৃহস্পতিবার ঘটে ওই ঘটনা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার বাগনানে। অভিযোগ, এদিন পরীক্ষা চলাকালীন পিছনে বসা এক ছাত্রী নকল করছিল। আর সেই বিষয়টি পরীক্ষা হলের গার্ডকে বলে দেওয়ায় অভিযোগকারী ছাত্রীকে বাইরে মারধরের অভিযোগ ওঠে অন্য ছাত্রীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বাগনানের একটি স্কুলের বাইরে। আহত ছাত্রীকে বাঁচাতে এসে তার দিদিও নিগৃহীত হন বলে অভিযোগ। তিনি বলেন, বোনকে বোনকে বাঁচাতে গেলে ওরা আমাকেও বেধড়ক মারধর করে। যদিও ওই স্কুলের দাবি পরীক্ষার শেষে বাইরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।