সৌরভ গাঙ্গুলি, আমির খান, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। জনস্বার্থ মামলা আদালতে।
নিউজ ডেস্কঃ- সৌরভ গাঙ্গুলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এই তিন ক্রিকেটার এবং অভিনেতা আমির খান দেশ ও বিদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তাদের নিজ নিজ ক্ষেত্রের প্রতিভায় জায়গা করে নিয়েছেন। কিন্তু এই ক্রিকেটার ও অভিনেতা সহ আরো অনেকের জন্য বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। সুত্রের খবর বিহারের মুজফফরপুরের এক সমাজসেবী ব্যাক্তি এইসব ক্রিকেটার ও অভিনেতা এবং আরো অনেকের বিরুদ্ধে জেলা আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তিনি একটি গুরুতর অভিযোগ এনেছেন এইসব বিখ্যাত ব্যাক্তিদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন যে যুব সমাজকে বিভিন্ন রকম জুয়া খেলায় উৎসাহিত করছেন এই সব “রোল মডেল আইকন”রা। বিভিন্ন অনলাইন গেমের বিজ্ঞাপনের মাধ্যমের এনারা যুব সমাজকে ঐ বিপজ্জনক নেশার দিকে প্রভাবিত করছেন বলে ঐ সমাজসেবীর অভিযোগ। এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে তা দেখার বিষয়।