এবার তৈরী হবে “নতুন দার্জিলিং”?
নিউজ ডেস্ক : বাঙালীর ভ্রমনের প্রথম ঠিকানা যদি হয় দীঘা তাহলে দ্বিতীয় ঠিকানা অবশ্যই দার্জিলিং। তবে শুধুমাত্র বাঙ্গালীরাই নয়, দেশ বিদেশের বহু পর্যটক শৈলশহর দার্জিলিং এ পাড়ি জমান। আর এর ফলে প্রায় সারা বছর ধরে দার্জিলিং ভীড়ে জমজমাট থাকে। আর পাহাড়ের এই অবস্থার কথা মাথায় রেখে বাংলার মুখ্যমন্ত্রী “নতুন দার্জিলিং” তৈরী করতে চান। আজ আলিপুরদুয়ারে “ধনধান্য অডিটোরিয়াম” এর উদ্বোধনে এসে এমনই কথা শোনালেন মুখ্যমন্ত্রী। গাজলডোবার প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে “নতুন দার্জিলিং” গড়ে তোলার ইচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।