পশ্চিম মেদিনীপুরে দুটি ব্রিজের অনুমোদন; কেন্দ্রের বরাদ্দ ৩০৪.৮২ কোটি।

ডিজিট্যাল ডেস্কঃ পশ্চিম বঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ দীর্ঘ দিনের। তবে; অভিযোগ যাই থাকুক না কেন, দু-দুটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের জন্য আপাতত কেন্দ্র বরাদ্দ করলো ৩০৪.৮২ কোটি টাকা।  দীর্ঘ প্রতীক্ষা ও টালবাহানার অবসান ঘটলো। কেন্দ্র রাজ্য দুই  যুযুধান সরকারের ঠান্ডা যুদ্ধের পর মেদিনীপুর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশে মোহনপুর ব্রিজের বিকল্প সেতুর জন্য কেন্দ্র বরাদ্দ ঘোষনা করলো। সঙ্গে জেলার শিলাবতী নদীর জন্য আরো একটি সেতুর জন্য কেন্দ্র বরাদ্দ ঘোষণা করেছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি টুইট করে জানিয়েছেন – এই দুটি সেতুর জন্য বরাদ্দ করা হলো ৩০৪.৮২ কোটি। ২০২৩-২৪ অর্থ বর্ষেই কাজ হবে।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপর ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগে রয়েছে  বহু পুরনো বীরেন্দ্র সেতু। পুরনো এই সেতুটি সম্প্রতি সংস্কার সম্পন্ন হয়েছে। তবে নতুন করে যে ফোর লেন জাতীয় সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তার জন্য বিকল্প আরো একটি বড় সেতুর প্রয়োজন। তার প্রস্তাবনা ছিল। কারণ মোহনপুর ব্রিজ এর ওপর চাপ বাড়ছিল। কেন্দ্র ও রাজ্যকে কতটা এর জন্য বরাদ্দ করবে তা নিয়ে একাধিক প্রশ্ন ছিল।

অবশেষে কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি টুইট করে ঘোষণা করে দেন-” পশ্চিম মেদিনীপুর জেলার দুটি ব্রিজের জন্য ৩০৪.৮২ কোটি বরাদ্দ হয়েছে। যার একটি কংসাবতী ব্রিজ, অপরটি শিলাবতী নদীর ওপরের ব্রিজ। সামনের বছর থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে।”

কেন্দ্রের উদ্যোগে যে ফোর লেন তৈরির কাজ শুরু হবে, তার মাঝে শিলাবতী নদী পড়ে যাওয়ায় সেখানেও অনুরূপ একটি বড় ব্রিজ তৈরি করতে হবে। ফলে মোহনপুর ব্রিজ ও শিলাবতী নদীর উপরে একটি ব্রিজ দুটিই সামনের বছর থেকে শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। বিজেপির দাবি “এটা তৎপরতায় নৈতিক জয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *