লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ।
বাঁকুড়া:- লায়ন্স ক্লাব অফ রাইপুর জঙ্গল মহলের উদ্যোগে রাইপুরে দীপাবলির উপহার হিসাবে তুলে দেওয়া হল শীত বস্ত্র ও শাড়ি।
মঙ্গলবার রাইপুর কামারগেড়িয়া আটচালা প্রাঙ্গণে এলাকার মানুষের হাতে শীত বস্ত্র ও শাড়ি পুজোর উপহার হিসাবে তুলে দেওয়া হয়। ৫০ জনকে এই উপহার তুলে দেওয়া হয়।
লায়ন ক্লাবের সদস্যদের মধ্যে অশ্বিনী কুন্ডু, সাধন রজক নন্দলাল মাহাত চন্দন ঘোষ রবীন্দ্রনাথ দত্ত(বাবলু), তৃপ্তি দত্ত ও অনান্য বিশেষ সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন, সভাপতি সন্দীপ দে, সহ সভাপতি সুজয় নন্দী, কোষাধ্যক্ষ মলয় মল্লিক ও পল্লী কল্যান সংঘের বিশিষ্ট সদস্যরা।