আসানসোল পৌরনিগমে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়াল।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল পৌরনিগমে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়াল। পূর্ণবাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে আসানসোল পৌরনিগমে স্মারকলিপি দিল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে মিছিল করে পৌরনিগম পৌচ্ছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বরা বলেন, আসানসোলে পূর্ণবাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না।
এমনকি যে সমস্ত হকারকে উচ্ছেদ করা হয়েছে তাদের অবিলম্বে পূর্ণবাসন দিতে হবে। কংগ্রেসের নেতৃত্বরা পৌরনিগমে ঢুকতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কংগ্রেসের প্রতিনিধিদল মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপি জমা করেছেন।